ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেলায় ২৪১ নতুন বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ২৪১ নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবার ১৭তম দিনে নতুন বই এসেছে ২৪১টি। এর মধ্যে ৬৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্য মতে, কালিকলম প্রকাশনী এনেছে ফিরোজা সামাদের ‘হেমন্তে ঝরা শিউলি’, লেখা প্রকাশনী এনেছে সালেহ আহমেদের ‘গল্পসমগ্র’, পাঞ্জেরী এনেছে মোশতাক আহমেদের ‘নরেন্দ্র জমিদারের যুগে’, ইমদাদুল হক মিলনের ‘হাতি গিয়েছিলো মানুষ দেখতে’, শুভ্র প্রকাশ এনেছে আনিসুল হকের ‘গুড্ডু বুড়োর চোরধরা’, বিজ্ঞান একাডেমি এনেছে আলী ইমামের ‘বুক অব নলেজ পাস’, পালক এনেছে ব্রি. জে. এম শাখাওয়াত হোসেনের ‘সন্ত্রাস : দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য’, অন্যধারা এনেছে আসলাম সানির ‘পাখি হবার স্বপ্ন’, মওলা এনেছে পিয়াস মজিদের ‘মনীষার মুখরেখা’, ন্যাশনাল পাবলিকেশন্স এনেছে ড. আনু মাহমুদের ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’, কথা প্রকাশ এনেছে ইমদাদুল হক মিলনের ‘মা মেয়ের উপাখ্যান’, গ্রন্থকুটির এনেছে অপরেশ বন্দোপাধ্যায়ের ‘হাজার কুইজের আসর’, শাকুর মজিদের ‘পৃথিবীর পথে পথে’, শিক্ষা তথ্য পাবলিকেশন্স এনেছে সাংবাদিক এম এ বাসেরের ‘স্মৃতির কাছে’, নবযুগ এনেছে শিহাব সরকারের ‘হাত বাড়ালেই সূর্য’, আগামী এনেছে বদিউল আলম মজুমদারের ‘রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’, নালন্দা এনেছে আনোয়ার হোসেইন মঞ্জুর ‘খুশবন্ত সিংয়ের জোকস’, বটেশ্বর বর্ণন এনেছে চিন্ময় মুৎসুদ্দি ‘বাংলাদেশের গণমাধ্যম ঘরে ও বাইরে’, বঙ্গোজ প্রকাশনী এনেছে আলী ইমামের ‘পিকুর তিন অভিযান’, শান্তির প্রবেশ প্রকাশনা এনেছে  রাসেল আশেকীর ‘পোশাকে লুকানো দুঃখগুলো’, শ্রাবণ এনেছে আলমগীর স্বপনের ‘দ্রোহে শিল্পে প্রতুল মুখোপাধ্যায়’, চর্চা গ্রন্থপ্রকাশ এনেছে মো. জাকির হোসাইনের ‘সত্য ও কল্যাণের পথ’, প্রান্ত প্রকাশন এনেছে মৃত্যুঞ্জয় রায়ের ‘ফলের রোগ’।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়