ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য ভয়ংকর : অ্যামনেস্টি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য ভয়ংকর : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিকদের বিভেদমূলক ও মানুষকে হেয় করে দেওয়া বক্তব্য বিশ্বকে আরো বেশি বিভক্ত ও ভয়ংকর করে তুলছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে ‘রাগান্বিত ও অপেক্ষাকৃত বিভক্তি সৃষ্টিকারী রাজনীতিক’ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এককভাবে উল্লেখ করা হয়েছে।

হাঙ্গেরি, ফিলিপাইন ও তুরস্কের সরকার প্রধানদের সমালোচনা করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ‘শঙ্কা, দোষারোপ ও বিভক্তিমূলক’ রাজনীতি করার জন্য তাদের সমালোচনা করা হয়েছে।

রাজনৈতিক ফায়দা লাভের আশায় নেতারা শরণার্থীদের নিয়ে খেলছেন বলে অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ১৫৯টি দেশের ওপর তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘৃণামূলক বক্তব্য বেড়ে গেছে। এর ফলে জাত, ধর্ম, জাতীয়তা ও লিঙ্গভিত্তিক হামলার সংখ্যা বেড়ে গেছে।

 


যেসব দেশ একসময় বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কথা বলত আজ সেসব দেশেই মানবাধিকার হরণ হওয়ায় তাদের সমালোচনা করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পরিবর্তে বহু নেতা রাজনৈতিক যুক্তিতর্কের খাতিরে মানুষের জন্য হানিকর ইস্যু গ্রহণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়ে গেছে। রাজনীতিকরা নির্লজ্জ ও খোলামেলাভাবে ঘৃণ্য বক্তব্যের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এবং মানুষের পরিচয় যেমন : নারীবিদ্বেষ, জাতিপ্রথা ও স্বদেশভীতির ওপর ভিত্তি করে নীতি গ্রহণ করছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়