ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০ বছর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ  কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০ বছর

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নারীদের গড় আয়ু বেড়ে ৯০ তে দাঁড়িয়েছে। সেই হিসেবে বিশ্বে দক্ষিণ কোরিয়াই প্রথম দেশ যেখানে নারীদের গড় আয়ু এতোটা বৃদ্ধি পেয়েছে। ইমপেরিয়াল কলেজ অব লন্ডন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক যৌথ গবেষণায় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ইমপেরিয়াল কলেজ অব লন্ডন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ৩৫টি শিল্পোন্নত দেশের মানুষের গড় আয়ু নিয়ে সম্প্রতি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, অধিকাংশ দেশেই নারী ও পুরুষের গড় আয়ুর ব্যবধান কমে আসছে। প্রতিবেদনে ভবিষ্যদ্বানী করা হয়েছে, মানুষের দীর্ঘ আয়ু পাওয়ার বিষয়টি ২০৩০ সালে প্রত্যেকেই হয়তো দেখতে পাবে। তখন হয়তো পেনশন ব্যবস্থা ও বৃদ্ধদের দেখভাল করার বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিবেদনে দেখা গেছে, এক সময় দীর্ঘ আয়ুর দেশ বলে পরিচিত জাপান তালিকার ৩৩ নম্বরে চলে এসেছে। আর শীর্ষে চলে এসেছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতাধর যুক্তরাষ্ট্রেরও অবস্থা এ ক্ষেত্রে ততোটা ভালো নয়। জাপানের মাথার ওপর অর্থাৎ ৩২ নম্বরে আছে দেশটি।

ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের শিক্ষক অধ্যাপক মজিদ এজ্জাতি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া অনেক কিছু সামাল দিতে পেরেছে। শিক্ষা, পুষ্টির মতো যেসব জিনিস জনগণের জন্য উপকারী তার সবগুলোতেই তারা অনেক বেশি সমানুপাতিকতা অর্জন করেছে। এছাড়া বিশ্বের অন্য দেশের তুলনায় সে দেশে উচ্চরক্তচাপ ও স্থূলতার হারও অনেক কম।’



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়