ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্র গালে চড় খাবে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্র গালে চড় খাবে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভুল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, তেহরানের প্রতিরক্ষা সামর্থ্যকে অবমূল্যায়ন করলে যুক্তরাষ্ট্রের উচিৎ নিজেদের গালে চড় খাওয়ার আশা করা। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। ওই মাসে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করায় তিনি বলেছেন, তেহরান আগুন নিয়ে খেলছে। শাস্তিমূলক হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ‘শত্রুদের উচিৎ কোনো ভুল মূল্যায়ণ না করা। যদি তারা এ ধরণের ভুল করে তাহলে তারা তাদের গালে প্রচণ্ড চড় খাবে।’

ট্রাম্পের হুঁশিয়ারির পর বুধবার রেভুল্যুশনারি গার্ড তিনদিনের মহড়া শেষ করেছে। মহড়াকে যুক্তরাষ্ট্রের জন্য বার্তা উল্লেখ করে পাকপুর বলেন, ‘বিশ্ব মোড়ল যাতে মূর্খের মতো কিছু না করে সেজন্য এই মহড়া একটি বার্তা।’



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ