ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের হুমকির খবর ভিত্তিহীন : যুক্তরাষ্ট্র

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের হুমকির খবর ভিত্তিহীন : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠেছে বলে আফগানিস্তান ও পাকিস্তান প্রচারমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডের উক্তিকে অপব্যাখ্যা করেছে পাকিস্তান ও আফগানিস্তানের পত্রিকাগুলো।
দেশ দুটির পত্রিকায় বলা হয়, একটি খবরের শিরোনাম ছিল ‘পাকিস্তান আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছে’।

কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সংক্রান্ত এক সেমিনারে বক্তৃতাকালে জেনারেল ডানফোর্ড এমন কোনো কথা বলেননি। বরং তিনি বলেন, যদি আপনি হুমকি হিসেবে বিবেচনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র পাঁচটি হুমকির মুখে আছে। আর পাকিস্তান হুমকি হলে হতে পারে, তবে সেটি ৬ নম্বর হুমকি।

আফগান সার্ভিসের (ভয়েস অব আফগানিস্তান) সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রচারিত সংবাদটিকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত ও প্রত্যাখান করে।
পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিন্তু একদিন-দুইদিনের নয় বরং সাত দশকের। এই সময়ে সম্পর্কে অনেক উত্থান-পতন ঘটেছে।

কিন্তু পাকিস্তান সবসময়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রেখে চলতে চায়। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার ও সুসংহত হবে বলে পাকিস্তান আশা করছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়