ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ন্যাম হত্যায় অভিযুক্ত হচ্ছেন দুই নারী

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ন্যাম হত্যায় অভিযুক্ত হচ্ছেন দুই নারী

সিতি আয়শা ও থি হুয়োং (ডানে)

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যায় জড়িত দুই নারীর বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছে মালয়েশিয়া পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, বুধবার ওই দুই নারীর বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে।

মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী এক বার্তায় নিশ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে।

কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমাণ কিম জং-ন্যামের মুখমণ্ডলে বিষ প্রয়োগ করে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের এই দুই নারী।

তবে দুই নারীর দাবি, তারা মনে করেছিলেন, টেলিভিশনের কোনো কৌতুক অনুষ্ঠানের জন্য এমন কাজ করছিলেন।

ভিয়েতনামের নাগরিক ২৮ বছর বয়সি দোয়ান থি হুয়োং ও ইন্দোনেশিয়ার নাগরিক ২৫ বছর বয়সি সিতি আয়শা ন্যামের হত্যায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারাসহ আরো ১০ জন এ হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে।

মালয়েশিয়া পুলিশ উত্তর কোরিয়ার চার নাগরিককে খুঁজছে। দক্ষিণ কোরিয়া দাবি করেছে, এ চারজন উত্তর কোরিয়ার গুপ্তচর।

কিম জং-ন্যাম উত্তর কোরিয়ার শাসক হওয়ার প্রক্রিয়ার ব্যাপক সমালোচক। এ কারণে উত্তর কোরিয়া সরকার তাকে হত্যা করেছে বলে দাবি করে আসছে দক্ষিণ কোরিয়া।
 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়