ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিষ্টি খাইয়ে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের বরণ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিষ্টি খাইয়ে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের বরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : হাতে ফুল আর মুখে মিষ্টি তুলে দিয়ে ১১৯ জন মাদক ব্যবসা পরিত্যাগকারীকে বরণ করে নিলেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।

শনিবার বিকেলে জেলার পবা উপজেলার বিভিন্ন এলাকার এসব মাদক ব্যবসায়ীদের বরণ করে নেওয়া হয়।

মাদক ব্যবসায়ীদের শপথবাক্য পাঠ করান এসপি। মাদক ব্যবসায়ীরা শপথ নেন তারা আর কখনই ওই ব্যবসায় জড়াবেন না।

পবার হরিপুর মোড় সংলগ্ন একটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসপি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা লজ্জার না। এটা অহঙ্কারের। এখন থেকে এই ১১৯ ব্যক্তি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবেন। সৎপথে জীবিকা নির্বাহ করবেন। আমরা তাদের সাধুবাদ জানাই। আরো যারা মাদক ব্যবসা ছাড়তে চান, তাদের স্বাগত জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী, পবার হুজরিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার ফারুক ও হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল। সভাপতিত্ব করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের এই প্রত্যাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি বাস্তবায়ন করে পবা থানা পুলিশ। মাদক ব্যবসা পরিত্যাগের জন্য মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্বুদ্ধ করেন পবা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল মিঞা।



রাইজিংবিডি/রাজশাহী/৪ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়