ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালিয়াকৈরে ২০ কিলোমিটার যানজট

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিয়াকৈরে ২০ কিলোমিটার যানজট

যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২০ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে।  

স্থানীয়রা জানায়, শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশ এলাকার তিন দিকের মহাসড়কে ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সকালে থেকেই থেমে থেমে যানবাহন চলাচল করছে।

পুলিশ বলছে, এ মহাসড়কে ফোর লেনের কাজ চলায় এবং সকালে বৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় রেলব্রিজে উঠার সময় একটি অভারলোড ট্রাক দেবে যায়। ট্রাকটি সরাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। এ সময় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগেই সকালে থেকে শুরু হয় বৃষ্টি। এ ছাড়া এ মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ চলছে। সব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।



রাইজিংবিডি/গাজীপুর/১১ মার্চ ২০১৭/হাসমত আলী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়