ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যেও বিমানে ল্যাপটপ ও ট্যাবলেট বহনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মূলত মাধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে যাতায়াতকারী ফ্লাইটের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ব্রিটিশ সরকার মঙ্গলবার রাতে সরাসরি যুক্তরাজ্যগামী ১৪টি এয়ারলাইনসের যাত্রীদের কেবিন লাগেজে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞার কথা জানায়। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র সরকার নয়টি এয়ারলাইনসে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

বিবিসি জানিয়েছে, তুরস্ক, লেবানন, জর্ডান, মিশর, তিউনিসিয়া ও সৌদি আরব থেকে সরাসরি ফ্লাইটের মূল কেবিনে স্মার্টফোনের চেয়ে বড় ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। সন্ত্রাসী হামলা প্রতিরোধ ও বিমানযাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন সরকার থেকে বলা হয়, ইদানিং সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাত্রীবাহী বিমানকে  বেশি বেশি টার্গেট করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলছেন, ‘গোয়েন্দা তথ্য থেকে জানা যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাণিজ্যিক বিমানগুলোকে টার্গেট করতে নানা রকম নতুন উদ্ভাবনী কায়দা ব্যবহার করছে।’

তুরস্কার সরকার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ভুল সিদ্ধান্ত উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/সাইফুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়