ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইএসের হুমকিতে ফ্লাইটে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসের হুমকিতে ফ্লাইটে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে বড় ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার হুমকির কারণে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে আইএস হামলা চালাতে পারে- এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। এর পর যুক্তরাজ্যও একই ধরনের বহননিষেধাজ্ঞা জারি করেছে। তবে তাদের নিষেধাজ্ঞা ভিন্ন দেশের ভিন্ন বিমানবন্দর ও বিমানসংস্থার জন্য।

ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও ক্যামেরা, ভিডিও গেমস ডিভাইস যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী ফ্লাইটে বহন করা নিষেধ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, ইলেক্ট্রনিক্স ডিভাইসের মধ্যে বিস্ফোরক লুকিয়ে বিমানে নেওয়ার চেষ্টায় কাজ করছে আইএস। এই তথ্যের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র।

আট দেশের নয়টি বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনাকারী নয়টি বিমানসংস্থার ফ্লাইটের যাত্রীদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাধারণ ফোন ও মেডিক্যাল যন্ত্রপাতি এই নিষেধাজ্ঞার আওতায় নেই।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৬৮ দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আইএসের হুমকি মোকাবিলায় আলোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ২০১৪ সালের ডিসেম্বর মাসের পর এটি এ ধরনের প্রথম আলোচনা।

যুক্তরাষ্ট্রের নিধেষাজ্ঞার আওতায় পড়া নয়টি বিমানসংস্থা হলো : রয়্যাল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, রয়্যাল এয়ার মারোক, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইতিহাদ।

যে দশটি বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, সেগুলো হলো :

১। মোহাম্মদ ভি ইন্টারন্যাশনাল, কাসাব্ল্যাঙ্কা, মরক্কো
২। আতাতুর্ক এয়ারপোর্ট, ইস্তাম্বুল, তুরস্ক
৩। কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিশর
৪। কুইন আলিয়া ইন্টারন্যাশনাল, আম্মান, জর্ডান
৫। কিং আবদুল আজিজ ইন্টান্যাশনাল, জেদ্দাহ, সৌদি আরব
৬। কিং খালিদ ইন্টারন্যাশনাল, রিয়াদ, সৌদি আরব
৭। ক্ুেয়ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৮। হামাদ ইন্টারন্যাশনাল, দোহা, কাতার
৯। আবু ধাবি ইন্টারন্যাশনাল, সংযুক্ত আরব আমিরাত
১০। দুবাই ইন্টারন্যাশনাল, সংযুক্ত আরব আমিরাত



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়