ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মোশাররফ আতাতের প্রস্তাব দিয়েছিলেন : নওয়াজ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোশাররফ আতাতের প্রস্তাব দিয়েছিলেন : নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : স্বৈরশাসক পারভেজ মোশাররফ ২০০৮ সালে যৌথভাবে সরকার গঠনে আতাতের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল¬-নওয়াজ) পার্লামেন্টারি কমিটির সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে নওয়াজ শরিফ বলেন, ‘২০০৭ সালে মোশাররফ আমার সঙ্গে গোপন চুক্তি করতে চয়েছিলেন।’ 

একটি সূত্র প্রধানমন্ত্রী শরিফকে উদ্ধৃত করে বলেন, তিনি গোপন চুক্তিতে বিশ্বাস করেন না। যে কারণে তিনি সব সময় সাফল্যের মুখ দেখেছেন।

ডন অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নওয়াজ শরিফ এই প্রথমবার মোশাররফের গোপন চুক্তির প্রস্তাবের বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, ‘মোশাররফ সরসারি আমাকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি তা ফিরিয়ে দেই।’

তিনি আরো বলেন, জেনারেল (অব.) মোশাররফ তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং এর আগেও কয়েকবার একই চেষ্টা করেছিলেন। কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি।

তার পরিবার মাতৃভূমি ছাড়তে চায়নি কিন্তু স্বৈরশাসক তাদের নির্বাসনে যেতে বাধ্য করেছেন বলে দাবি করেন শরিফ। তিনি বলেন, ‘খুব খারাপ অবস্থায় আমরা দেশ ত্যাগ করি এবং দীর্ঘসময় আমাদের দেশে ফিরতে দেওয়া হয়নি।’

পারভেজ মোশাররফরে কপালে একই দশা হয়েছে। তিনি এখন নির্বাসিত। দেশে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়