ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চার বছরে ৮০ বার পুতিনের নাম নিয়েছেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার বছরে ৮০ বার পুতিনের নাম নিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ চেষ্টা নিয়ে চলছে জোর বিতর্ক। সোমবার এফবিআই প্রধান জেমস কমি সাফ জানিয়েছেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করবে গোয়েন্দা সংস্থা। আর বিষয়টি যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে ফেঁসে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প  বারবার মিথ্যাচার করেছেন। ২০১৩ সাল থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে ৮০ বার পুতিনের নাম উচ্চারণ করেছেন ট্রাম্প।

২০১৩ সালে মস্কোতে যখন সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল, তখন কমপক্ষে নয়বার ট্রাম্প দাবি করেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন অথবা তার সঙ্গে যোগাযোগ করেছেন। সিএনএন ধারবাহিকভাবে ট্রাম্পের সেসব ট্যুইট ও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের অংশ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ২০১৩ সালের ১৮ জুন টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘আপনি কি মনে করেন নভেম্বরে মস্কোতে অনুষ্ঠিতব্য সুন্দরী প্রতিযোগিতায় পুতিন আসবেন? যদি তা-ই হয়, তাহলে সে কি আমার নতুন সেরা বন্ধু হবেন?’

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ‘ আমি যখন রাশিয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ছিলাম তখন পুতিন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অনেক ভালো আচরণ করেছেন। আমি বলতে চাচ্ছি, রাশিয়ার জনগণ আমাদের প্রতি খুবই ভালো আচরণ করেছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণাকালেও পুতিনের প্রশংসা করেছেন ট্রাম্প। তবে ওই সময় বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় পুতিনের সঙ্গে দেখা বা যোগাযোগের পুরো বিষয়টি নাকচ করে দেন তিনি। ওই বছরের জুলাইতে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘ আমার সঙ্গে পুতিনের কখনো দেখা হয় নি। পুতিন কে তাও আমি জানি না।’



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়