ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ইউরোপীয়রা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইউরোপীয়রা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, বর্তমানে ইউরোপীয়রা যে ধরণের আচরণ করছে তা অব্যাহত রাখলে সারা পৃথিবীতে তারা হয়তো নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে না। বুধবার রাজধানী আঙ্কারায় স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘ইউরোপীয় দেশগুলো যদি এগুলো অব্যাহত রাখে, বিশ্বের যে কোনো প্রান্তের রাস্তায় একজন ইউরোপীয়ও নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে না। আমরা তুর্কিরা ইউরোপকে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।’

তুর্কি প্রেসিডেন্টের ক্ষমতার পরিধি আরও বাড়াতে ১৬ এপ্রিল সংবিধান সংশোধন নিয়ে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের পক্ষে প্রচারের জন্য চলতি মাসের প্রথম দিকে নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে সমাবেশ করতে দেয়নি। এছাড়া জার্মানিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ করার কথা থাকলেও বার্লিনের আপত্তির কারণে সেই সমাবেশ বাতিল করা হয়। এরপরই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা শুরু করেন এরদোয়ান।

মঙ্গলবার এরদোয়ান ইউরোপীয় দেশগুলোকে ‘ফ্যাসিস্ট’ ও ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ না দেওয়া নিয়ে তুরস্ককে আর হুমকি দেওয়া যাবে না। এখন থেকে তুরস্কের মাটিতে বসে ইউরোপীয়দেরকে বিভিন্ন অজুহাতে গোয়েন্দা তৎপরতা চালাতে দেওয়া হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়