ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফ্রান্সে রেলস্টেশনের কাছে গুলি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে রেলস্টেশনের কাছে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলের একটি রেলস্টেশনের কাছে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাতে ওই গুলিবর্ষণের পর অজ্ঞাত ওই বন্দুকধারী পালিয়ে যায়। শনিবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশেকে জানিয়েছেন, রাতে অজ্ঞাত এক বন্দুকধারী রেলস্টেশনের কাছে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সবাই শঙ্কামুক্ত । এদের মধ্যে এক স্কুলশিক্ষার্থীও রয়েছে। বন্দুক হামলার কোনো কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয় দৈনিক লা ভয়েক্স ডি নর্ড ও রেডিও ফ্রান্স ব্লেউ নর্ড জানিয়েছে, স্থানীয় অপরাধীদের মধ্যে রেষারেষির জের ধরে এ গুলির ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তুলনায় ফ্রান্সে আগ্নেয়াস্ত্রের ব্যবহার অনেক কম। তবে দরিদ্র এলাকাগুলোতে স্থানীয় অপরাধীদের মধ্যে বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে দেশটিতে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়