ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইনিং কম্বিনেশন ভাঙবে বাংলাদেশ!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইনিং কম্বিনেশন ভাঙবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : ৯০ রানের বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ডাবম্বুলায় জিতলেই বিদেশের মাটিতে চতুর্থবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে দুবার জিম্বাবুয়ের বিপক্ষে এবং একবার ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার মাটিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচে শনিবার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একই পুনরাবৃত্তি চান মাশরাফি। তবে ধারণা দিয়েছেন, মূল একাদশে পরিবর্তন আসতে পারে। এর অর্থ উইনিং কম্বিনেশন ভাঙতে পারে বাংলাদেশ!

সচরাচর উইনিং কম্বিনেশন ভাঙা ছাড়াই পরবর্তী ম্যাচগুলো খেলে বিজয়ী দল। এক্ষেত্রে বাংলাদেশ ভিন্ন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের পরিবর্তে খেলেছিলেন শফিউল ইসলাম। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল মাশরাফির কন্ঠে।

একাদশ ম্যাচ শুরুর আগে ঠিক হবে বলে জানিয়ে মাশরাফি বলেছেন, ‘আমরা শেষ দুই বছর উইনিং কম্বিনেশন নিয়ে কখনো ভাবিনি। কারণ আমরা উইনিং কম্বিনেশন সব সময় ভেঙে এসেছি। আগের ম্যাচের কম্বিনেশন ওই ম্যাচের উইকেট দেখে নির্ধারণ করা হয়েছি। আগামীকালও তাই করা হবে। আমরা সব সময় সেরা দল নিয়ে মাঠে নামব। উইনিং কম্বিনেশন নিয়ে ভাবছি না।’

দ্বিতীয় ম্যাচের উইকেটে থাকবে ঘাস। বাংলাদেশ প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে খেলেছিল। মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে খেলেছিলেন তাসকিন আহমেদ। তবে যতটুকু ধারণা পাওয়া গেছে দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে খেলতে পারেন শুভাশীষ রায় কিংবা রুবেল হোসেন। টেস্ট খেলা শুভাশীষ রায় এক্ষেত্রে এগিয়ে আছেন।



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়