ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার উদ্ধার হওয়া ফেরিতে মৃতদেহ নেই

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ কোরিয়ার উদ্ধার হওয়া ফেরিতে মৃতদেহ নেই

আন্তর্জাতিক ডেস্ক : চার শতাধিক আরোহী নিয়ে ডুবে যাওয়া দক্ষিণ কোরিয়ার ফেরি সিউলে কোনো মানব দেহাবশেষ পাওয়া যায়নি। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালের ১৬ এপ্রিল জিন্দোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৩০৪ জন নিহত হয়, যার ২৫০ জনই ছিল স্কুল শিক্ষার্থী। এ ঘটনায় নিখোঁজ ৯ জনের লাশ এখনো নিমজ্জিত জাহাজের ভেতর আটকা পড়ে আছে বলে অনেকের বিশ্বাস। তাই প্রায় তিন বছর ধরে ফেরিটি উদ্ধারের দাবি জানিয়ে আসছিল নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। গত শুক্রবার দুটি বার্জ স্থাপনের মাধ্যমে ফেরিটি টেনে তোলা হয়।

মঙ্গলবার সকালে দেশটির সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানিয়েছিল, ফেরিটি থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এগুলো একজনের না কি একাধিক ব্যক্তির তা পরীক্ষা করা হচ্ছে। রাতেই মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতি বলা হয়েছে, এসব হাড় মানুষের নয় বরং সামুদ্রিক প্রাণীর। ফরেনসিক বিভাগ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়