ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ডেবির আঘাতে নিহত ১

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় ডেবির আঘাতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডেবির আঘাতে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে কয়েক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী টার্নবুল দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান পরিকল্পনা ঘোষণা করেছেন।

পার্লামেন্টে তিনি বলেছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে একজন নিহত হওয়ার খবর তিনি জানতে পেরেছেন।

এরই মধ্যে দুর্যোগ মোকাবেলায় কাজ শুরু হয়েছে গেছে উল্লেখ করে টার্নবুল বলেন, ‘উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আস্তে আস্তে বোঝা যাবে। যদিও পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।’

জনগণের উদ্দেশে তিনি বলেন,‘আপনারা সাবধান হন এবং নিরাপদ থাকুন। বুধবার পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানের প্রস্তুতি নিন।’

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝামাঝি এলাকা দিয়ে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানে। এসময় ঘূর্ণিঝড় ডেবির গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৩ কিলোমিটার।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ইয়ান স্টুয়ার্ট জানিয়েছেন, প্রোসারপাইনে একটি দেয়াল ধসে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।তবে তিনি মারা গেছেন কিনা তা জানা যায়নি।

তিনি বলেছেন, ‘আমরা ক্ষয়ক্ষতির প্রচুর তথ্য পাচ্ছি। আমি দুঃখিত যে, আমরা আহত হওয়ার সংবাদ পাচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়