ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিষিদ্ধ হলো মাতৃদুগ্ধ রপ্তানি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষিদ্ধ হলো মাতৃদুগ্ধ রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক : হয়তো অনেকে জানেন না, মাতৃদুগ্ধ কেনা-বেচারও বাজার আছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি মায়ের দুধ আমদানি করে।

বিশ্বের একমাত্র দেশ কম্বোডিয়া, যে দেশ থেকে মাতৃদুগ্ধ রপ্তানি হয়। কিন্তু কম্বোডিয়া সরকার এবার রপ্তানি নিষিদ্ধ করে দিল। ফলে কম্বোডয়ার মায়েদের দুধ আর যুক্তরাষ্ট্রে যাবে না।

মাতৃদুগ্ধ কেনা-বেচা নিয়ে কম্বোডিয়ায় তুমুল বিতর্ক আছে। তবে অনেক দরিদ্র মা স্বেচ্ছায় তাদের দুধ বিক্রি করতে আগ্রহী হওয়ায় তৈরি হয় এর বাজার। রপ্তানি নিষিদ্ধ করায় প্রশ্ন উঠেছে, মাতৃদুগ্ধ বিক্রির মাধ্যমে নারীরা প্রবঞ্চিত নাকি ক্ষমতায়িত হচ্ছিল?

গত দুই বছর ধরে অ্যামব্রোসিয়া ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান বেশ কয়েকজন মায়ের কাছ থেকে তাদের অতিরিক্ত দুধ সংগ্রহ করছিল। এ দুধ প্রক্রিয়াজাত করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রতিষ্ঠানটি। যেসব মার্কিন মায়েদের বুকের দুধ তৈরি হওয়ায় সমস্যা আছে, তারা এর ক্রেতা।

কিছু দেশ বুকের দুধের ব্যাংক (মিল্কব্যাংক) চালিয়ে থাকে। এগুলো ব্লাডব্যাংকের মতো মহৎ প্রকল্প হিসেবে পরিচালিত হয়। যেসব শিশু মায়ের দুধ পায় না, তাদের মিল্কব্যাংক থেকে দুধ দেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে ইন্টারনেটে বুকের দুধের অবৈধ কেনা-বেচার খবর পাওয়া যায়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়