ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘ভারতে আমার মাকে বিচারক হতে দেওয়া হয়নি’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারতে আমার মাকে বিচারক হতে দেওয়া হয়নি’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি অভিযোগ করেছেন, ‘নারী হওয়ায় ভারতে আমার মাকে বিচারক হওয়ার সুযোগ দেওয়া হয়নি।’

আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিষদে বুধবার বক্তব্য দেওয়ার সময় হ্যালি এ অভিযোগ তুলে ধরনে। নিকি হ্যালির বাবা-মা ভারতীয়। ১৯৬০-এর দশকে তারা যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন।

নিকি হ্যালি ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী, যিনি দেশটির রাজ্য গভর্নর ও জাতিংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়েছেন।

বুধবারের অনুষ্ঠানে নিকি হ্যালি ভারতীয়দের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘ভারতে কেন পর্যাপ্ত শিক্ষার সুযোগ নেই? আইন স্কুলে পড়ার মতো যোগ্যতা ছিল আমার মায়ের। তিনিই ভারতের প্রথম নারী বিচার হতে পারতেন। কিন্তু নারী হওয়ায় তাকে বিচারের আসনে অনুমোদন করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আমার মা আমাকে সাউথ ক্যারোলাইনার গভর্নর ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতে দেখে ভীষণ খুশি হয়েছেন।’

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়