ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে দীর্ঘতম ‘সড়ক-সুড়ঙ্গ’ উদ্বোধন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে দীর্ঘতম ‘সড়ক-সুড়ঙ্গ’ উদ্বোধন

জিপে চড়ে ভারতের দীর্ঘতম সড়ক-সড়ঙ্গ উদ্বোধন করেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গ উদ্বোধন করেছেন।

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মধ্যে চেনানি ও নাশরি পর্যন্ত ৯ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক-সুড়ঙ্গ নির্মাণ করেছে ভারত।

চেনানি-নাশরি সুড়ক-সুড়ঙ্গটি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ছিলেন জম্মু ও কাশ্মীর রাজ্যের গভর্নর এন এন বোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছিল।

উদ্বোধন উপলক্ষে বোরা ও মেহবুবাকে নিয়ে সুড়ঙ্গে কিছু দূর হাঁটেন এবং জিপে চড়েন প্রধানমন্ত্রী মোদি। আড়াই হাজার কোটি রুপির বেশি ব্যয় করে পাঁচ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করা হয় এটি।

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ভয়ংকর পাহাড়ি অংশের পরিবর্তে চেনানি-নাশরি সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাবে। পথ কমে যাবে ৩০ কিলোমিটার।

নিরাপদ যাত্রায় জ্বালানিরও সাশ্রয় হবে। প্রতিদিন গড়ে ২৭ লাখ রুপির জ্বালানি সাশ্রয় হবে।

এই সড়ক-সুড়ঙ্গটি দুই ভাগে বিভক্ত। অক্সিজেনের অভাব যাতে না হয়, সেজন্য বিশেষভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। কোনো গাড়িতে ত্রুটি দেখা দিলে যাতে পার্কিং করা যায়, তারও ব্যবস্থা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়