ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিদেশি কর্মী ঠেকাতে ট্রাম্পের নতুন আদেশ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি কর্মী ঠেকাতে ট্রাম্পের নতুন আদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শ্রমিকদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জারি করা এই নির্বাহী আদেশের আওতায় মার্কিন সকল প্রতিষ্ঠানে বিদেশিদের পরিবর্তে সবার আগে মার্কিনিদেরই কাজ দেওয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে।

নির্বাহী আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পেতে বিদেশি কোনো ঠিকাদার বা প্রতিষ্ঠান যেন অংশ নিতে না পারে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ রয়েছে এতে। নতুন আদেশের মূল প্রতিপাদ্য হলো,  ‘আমেরিকান পণ্য কিনুন, আমেরিকানদের কাজে নিয়োগ করুন।’ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় 'আমেরিকার সবার ওপরে অগ্রাধিকার' নীতির কথা বলেছিলেন। এটি বাস্তবায়নেই এই পদক্ষেপ নিলেন তিনি।

উইসকনসিনে নির্বাহী আদেশটি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এই আদেশের মাধ্যমে আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চাচ্ছি যে, আমরা আমাদের শ্রমিকদের রক্ষা করব, তাদের চাকরির সুরক্ষা দেব এবং চূড়ান্তভাবে আমেরিকাই সবার আগে।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়