ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সাত আসামির ফাঁসি কার্যকর স্থগিত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে সাত আসামির ফাঁসি কার্যকর স্থগিত

ফাঁসির আসামি জনসন ও তার হাতে খুন হওয়া নারী ক্যারল (ডিপ ফোকাসে)

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে সাত আসামির ফাঁসি কার্যকর স্থগিত করেছেন আদালত।

আগামী কয়েক দিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর করার কথা ছিল। কিন্তু বুধবার দুজন বিচারক ওই সাত আসামির ফাঁসি কার্যকর স্থগিত করেন।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ফাঁসি স্থগিতের প্রথম ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়। আসামি স্টাসি জনসন তার নির্দোষিতা প্রমাণে ডিএনএ পরীক্ষার দাবি জানালে বিচারক তার ফাঁসি কার্যকর স্থগি করেন। বৃহ্স্পতিবার স্টাসি জনসনের ফাঁসি কার্যকরের কথা ছিল।

একই দিন কিছু সময় পর আরেকজন বিচারক ফাঁসি কার্যকরের এক ধরনের বিষাক্ত ইনজেকশন নিষিদ্ধ করায় সাত আসামির ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যায়।

১৯৯৩ সালে ক্যারল হিথ নামে এক নারীকে তার নিজের বাসায় পিটিয়ে ও গলা কেটে হত্যার দায়ে দোষী প্রমাণিত হন জনসন। ওই ঘটনার সময় তার শিশু সন্তান সেখানে উপস্থিত ছিল।

বৃহস্পতিবার দুজন আসামির ফাঁসি কার্যকরের কথা ছিল, যার মধ্যে জনসন একজন। আরকানসাস সুপ্রিম কোর্ট জনসনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ফাঁসি কার্যকর স্থগিত করেন। এর ফলে নিম্ন আদালতে ডিএনএ পরীক্ষার সুযোগ পাবেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়