ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেরা দল হয়েছে : মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেরা দল হয়েছে : মাশরাফি

বিকেএসপিতে বৃহস্পতিবার রূপগঞ্জ-গাজী গ্রুপ ম্যাচে শট খেলছেন মুমিনুল হক, কিপিংয়ে মুশফিকুর রহিম, আর স্লিপে মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক : বৃহস্পতিবার মিরপুর হোম অব ক্রিকেটে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করছিলেন, তখন বিকেএসপিতে মাশরাফি বিন মুর্তজা ব্যস্ত দলের স্কোর সমৃদ্ধ করতে। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২২ গজের ক্রিজে লড়াই করছিলেন টাইগার দলপতি। দিন শেষে মাশরাফির লড়াই কাজে আসেনি। দল হেরেছে বড় ব্যবধানে। মাঠে থেকে শুনেছেন জাতীয় দলের স্কোয়াড।

ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে মাশরাফি বলেছেন, ‘আমার মনে হয় সবাই ভেবে-চিন্তেই দল করেছে। সম্প্রতি যারা খেলেছে, তারা সবাই আছে। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজার দল বিকেএসপিতে হেরেছে নাসির হোসেনের দলের কাছে। দীর্ঘদিন পর নাসির আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। নাসিরের দলে অন্তর্ভুক্তি নিয়ে বেশি কথা বলেননি অধিনায়ক। শুধু বলেছেন, ‘নাসির দলে ঢুকেছে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

২০০৬ সালের পর মাশরাফির হাত ধরে বাংলাদেশ দল আবার খেলতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে। চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে এবং ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। মূল মঞ্চে নামার আগে দীর্ঘ প্রস্তুতি বাংলাদেশকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে বলে বিশ্বাস মাশরাফির, ‘প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আশা করছি ভালো কিছুই হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়