ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফগানিস্তানে তালেবানের হামলায় ৭০ সেনা নিহত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে তালেবানের হামলায় ৭০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছেন। পরে সেনাবাহিনী হামলাকারী তালেবান জঙ্গিদের হত্যা করতে সমর্থ হয়।

দেশটির উত্তরে বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে সেনাবাহিনীর সদর দপ্তরে শুক্রবার এ হামলা চালায় তালেবান। কয়েক ঘণ্টা লড়াই শেষে হামলার ইতি টানে সেনাবাহিনী।

আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার ঘাঁটির মসজিদে জুমার নামাজ শেষে যারা বের হচ্ছিলেন এবং যারা ক্যান্টিনে অবস্থান করছিলেন তাদেরকে টার্গেট করে জঙ্গিরা।

আফগান সেনাবাহিনী লড়াই করে কমপক্ষে ১০ তালেবান জঙ্গিকে হত্যা করে। একজন জঙ্গিকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। তারা জানিয়েছে, আত্মঘাতী বোমাহামলাকারীরা প্রতিরক্ষার ওই ঘাঁটি তছনছ করে দিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়