ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উত্তর কোরিয়া নিয়ে ফের ট্রাম্পকে ফোন জিনপিংয়ের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তর কোরিয়া নিয়ে ফের ট্রাম্পকে ফোন জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে সংযত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দুই সপ্তাহের ব্যবধানে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার সকালে দুই রাষ্ট্রপ্রধান কথা বলেছেন বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে উত্তর কোরিয়া ইস্যুতে একটি ‘শান্তিপূর্ণ’ সমাধান কামনা করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় সময়ে সোমবার সকালে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি জাতিসংঘ সনদের সুষ্পষ্ট লঙ্ঘন এবং চীন দেশটির পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ বিরুদ্ধে। তবে সকল পক্ষ কোরীয় উপদ্বীপে সংযত আচরণ করবে এবং আগ্রাসী পদক্ষেপ এড়িয়ে চলবে বলে আমরা আশা করছি।’

উত্তর কোরিয়ার একের পর পর ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপ অঞ্চলে মিত্রদের আশ্বস্ত করতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এ লক্ষ্যে সেখানে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনকে পাঠানো হয়েছে। উত্তর কোরিয়া রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন উস্কানির জবাবে তারা এক ঘন্টার মধ্যে কার্ল ভিনসনকে ডুবিয়ে দেবে।

গত সপ্তাহে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, সামরিক হামলাসহ সবকিছুই বিবেচনায় রাখা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়