ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিতার আক্রমণ থেকে বাঁচতে ছাদ থেকে লাফ (ভিডিও)

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিতার আক্রমণ থেকে বাঁচতে ছাদ থেকে লাফ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভয়ংকর মুহূর্ত! চিতার আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে এক বনকর্মকর্তা ছাদ থেকে লাফ দিলেন, যা সেই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে।

গত সপ্তাহের কথা। ভারতের ওডিশা রাজ্যের কান্তাবাঞ্জি বনাঞ্চলের পাশে কুরুলি গ্রামে ঢুকে পড়ে একটি চিতা। এ নিয়ে গ্রামজুড়ে হই চই পড়ে যায়। চিতাটি একটি গোয়াল ঘরের ছাদে অবস্থান নেয়।

গ্রামে ঢুকে অনাচার শুরু করে চিতাটি। এক কিশোরকে আক্রমণ করে সেটি। পরে বন বিভাগের কর্মকর্তা বিজয়নন্দ খুন্তাকে ডেকে আনা হয়।

গোয়াল ঘরের ছাদে উঠে চিতাটি দেখার চেষ্টা করছিল গ্রামের কিছু মানুষ। সেখানে বিজয়নন্দ খুন্তাও ছিলেন। হঠাৎ তার দিকে তেড়ে আসে এবং প্রায় তাকে ধরে ফেলেছিল চিতাটি। কিন্তু শেষ রক্ষা করতে গিয়ে ছাদ থেকে লাফ দেন বিজয়নন্দ এবং তা না করলে হয়তো চিতার কামড়ে চিরবিদায়ের চিতায় থাকতে হতো তাকে।

প্রায় ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিতাটিকে ধরতে সক্ষম হয় বনবিভাগের কর্মকর্তারা। তবে ধরা পড়ার আগে তিনজনকে আক্রমণ করে সেটি। এখন এর গন্তব্য হবে ভূবনেশ্বর চিড়িয়াখানায়।

খাবারের সন্ধানে প্রায়ই আশপাশের গ্রামের ঢুকে পড়ে বন্যপ্রাণী এবং এগুলো লোকজনের সামনে পড়ে।

ভিডিও লিংক

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়