ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লাইভ খবরের সময় সাংবাদিকের ওপর বজ্রপাত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইভ খবরের সময় সাংবাদিকের ওপর বজ্রপাত

লাইভ সম্প্রচারের সময় এই সাংবাদিকের ওপর বজ্রপাত হয়

আন্তর্জাতিক ডেস্ক : ভয়ংকর পরিস্থিতি! আবহাওয়ার খবর লাইভ করার সময় সাংবাদিকের ওপরই বজ্রপাত হলো। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি।

লিউ জিয়াংডং নামে এই সাংবাদিক একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আবহাওয়ার সবশেষ খবর একটি চীনা টেলিভিশনের লাইভ সম্প্রচারে জানাচ্ছিলেন। তখন ছাতা নিয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি মধ্যে খবর বলছিলেন তিনি। আর সেই সময় অদ্ভুত এ কাণ্ড ঘটে। লিউ যেখানে দাঁড়িয়ে ছিলেন, সে বরাবর বজ্রপাতের প্রচণ্ড ঝলকানি দেখা যায়।

তবে ক্যামেরার সমানে থেকে সরে যাননি লিউ। পরে তিনি জানিয়েছেন, শরীরে, বিশেষ করে হাতে বিদ্যুতায়িত হন। বিপদ টের পেয়েই চট করে ধাতব হাতলের ছাতাটি ছুড়ে ফেলেন তিনি।

চীনের উত্তর-পূর্বের দালিয়ান শহরে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে আবহাওয়ার খবর লাইভ করছিলেন লিউ। তখন আকাশে মেঘের প্রচণ্ড গর্জন হচ্ছিল। এ ঘটনায় লিউয়ের সঙ্গে থাকা ক্যামেরাম্যানও আহত হন। তবে তাদের জীবনের কোনো শঙ্কা নেই।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়