ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি!

কাওসার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি!

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়ের সীমান্ত এলাকায় ডাকাত দলের সঙ্গে ব্রাজিলের পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ডাকাত দলের তিনজন সদস্য নিহত ও দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বন্দুকযুদ্ধের আগে সোমবার প্রায় ৫০ জনের একটি দল প্যারাগুয়ের সিয়ুদাদ দেল এস্তের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনের অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। এরপর পুলিশের ওপর গুলিবর্ষণ করতে থাকে তারা।

প্যারাগুয়ের সিয়ুদাদ দেল এস্তে শহরে সংঘটিত ওই ডাকাতির ঘটনাকে শতাব্দীর সেরা ডাকাতি বলে আখ্যায়িত করেছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তরা।

একটি সূত্র জানিয়েছে, ডাকাত দলটি প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে গেছে।

ডাকাতি করে চলে যাওয়ার সময় সড়কে থাকা গাড়িতে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তারা নিকটস্থ থানাতেও হামলা চালায়। পালিয়ে যাওয়ার আগে তারা গাড়িতে বন্দুক, গোলাবারুদ, জ্যাকেট  ফেলে গেছে বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতি করে পালিয়ে যাওয়ার আগে পুলিশের সঙ্গে তাদের প্রায় দুই ঘণ্টার বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্যও নিহত হন।

ব্রাজিলের পুলিশের সঙ্গে ১২ জনের একটি দলের বন্দুকযুদ্ধ হয়েছে। ডাকাতের ওই দলকে আটক করতে সীমান্তের দুই পাশেই কড়া নজরদারী করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।



রাইজিংবিডি/২৫ এপ্রিল ২০১৭/কাওসার বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়