ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বিতীয় বিমানবাহী রণতরী নামালো চীন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় বিমানবাহী রণতরী নামালো চীন

আন্তর্জাতিক ডেস্ক : দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করলো চীন। উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই বুধবার নতুন রণতরীটি সাগরে নামায় চীন।

২০১৩ সালে রণতরীটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ২০১৫ সালে চীন আনুষ্ঠানিকভাবে এটি নির্মাণ শুরুর কথা স্বীকার করে। ৫০ হাজার টনের এই জাহাজটি চীনের তৈরি জে-১৫ যুদ্ধবিমান বহন করবে।

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বিমানবাহী রণতরীটির নকশা চীনে করা হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে।২০২০ সালের আগে এটি কমিশনড হবে না বলে ধারণা করা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রণতরীটি পুরোপুরি অস্ত্রে সজ্জিত করতে এই সময় লাগবে।

চীনের প্রথম বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’ সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রণতরীটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ইউক্রেনের একটি শিপইয়ার্ডে অর্ধসমাপ্ত অবস্থায় পরে থাকা রণতরীটি কিনে সংস্কারের পর ২০১২ সালে এটি কমিশন্ড করে চীনের পিপলস লিবারেশ আর্মি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/শাহেদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ