ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আবারও পরীক্ষামূলক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনী বলছে, এটি উত্তর কোরিয়ার সীমানার বাইরে যায়নি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ সে দেশের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে পাইংগান প্রদেশের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে এর ধরণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়াকে বাধ্য করার কাজে সহযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যে দেশটি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

উত্তর কোরিয়া এমন দিনে এই পরীক্ষা চালাল যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণেরও ১০০ দিন পূর্তি হলো।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৭/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়