ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

থাড মোতায়েনের খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাড মোতায়েনের খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে

আন্তর্জাতিক ডেস্ক : থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন খরচ যুক্তরাষ্ট্রই বহন করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিষেধাজ্ঞা ও সমালোচনা সত্ত্বেও উত্তর কোরিয়া গত এক বছরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এশিয়ায় ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,  দক্ষিণ কোরিয়াকে থাড মোতায়েনের খচর বাবদ ওয়াশিংটনকে ১০০ কোটি মার্কিন ডলার দিতে হবে। ট্রাম্পের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনের সঙ্গে সামরিক চুক্তি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জন্য প্রয়োজনীয় ভূমি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের সুযোগ দিয়েছে সিউল। সেক্ষেত্রে এ ব্যবস্থা মোতায়েন রাখার খরচ আমেরিকাকেই বহন করতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাক মাস্টারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা কিম কন-জিন। ম্যাক মাস্টার জানিয়েছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিরাপত্তা দেওয়াটাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রগণ্য। সেই সুবাদে যুক্তরাষ্ট্রই থাড মোতায়েনের খরচ বহন করবে।




রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়