ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্কিন সাবমেরিন ধ্বংসের হুমকি উত্তর কোরিয়ার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন সাবমেরিন ধ্বংসের হুমকি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জলসীমায় মোতায়েন করা মার্কিন সাবমেরিন ধ্বংস করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উরমিনজোক্কিরি নামে উত্তর কোরিয়ার একটি ওয়েবসাইটে এ হুমকি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘যেই মুহূর্তে ইউএসএস মিসিগান যখন নড়াচড়ার চেষ্টা করবে তখনই ভয়াবহ দুর্ভাগ্যের কবলে পড়বে এবং এটি জলের উপরিভাগে আসার আগেই জলের নিচের ভুতেই পরিণত হবে।’

এতে আরো বলা হয়,  ‘এটা পারমাণবিক বিমানবাহী রণতরী হোক অথবা পারমাণবিক সাবমেরিন হোক এগুলো আমাদের অপ্রতিরোধ্য সেনাবাহিনীর নিজস্ব পারমাণবিক হামলায় লোহার স্তুপে পরিণত হবে।’

প্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙ্গর করেছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে কোরীয় উপসাগরে পাঠানো হয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ নিয়ে সিউল ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়