ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যানচেস্টারে হামলাকারীর বাবা-ভাই আটক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানচেস্টারে হামলাকারীর বাবা-ভাই আটক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের আত্মঘাতী হামলাকারী সালমান আবেদির বাবা ও দুই ভাইকে আটক করেছে লিবিয়ার পুলিশ। গত মঙ্গল ও বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তাদের আটক করা হয়েছে ।

সালমানের জন্ম লন্ডনে হলেও তাদের বাড়ি লিবিয়ার ত্রিপোলিতেই। ম্যানচেস্টারে বিস্ফোরণের পর সালমানের নাম উঠে আসতেই তার পরিবারের খোঁজে সক্রিয় হয় ব্রিটিশ প্রশাসন। লিবীয় পরিবারটির ম্যানচেস্টারের ঠিকানায় কারো খোঁজ না মেলায় যোগাযোগ করা হয় লিবিয়ার প্রশাসনের সঙ্গে। বুধবার লিবিয়ার পুলিশের সন্ত্রাসদমন শাখা ত্রিপোলির বাড়ি থেকেই সালমানের বাবা রামাদান আবেদি  ও ভাই হাশেম আবেদিকে আটক করে। এর আগে মঙ্গলবার আরেক ভাই ইসমাইলকে আটক করা হয়েছিল।

লিবিয়ায় প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা আব্দেল বাসিত হারুন জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে রামাদান আবেদিকে চিনতেন। সে ১৯৯০ সালের পরে লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপের সদস্য ছিল। এই গ্রুপটির সঙ্গে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা ছিল।

হারুন আরো জানিয়েছেন, রামাদান আবেদি চরমপন্থার সালাফি মতবাদে বিশ্বাস করতেন। আর ইসলামিক স্টেট ও আল-কায়েদা এই চরমপন্থাতেই বিশ্বাস করে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়