ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানে ইরানের গোলা হামলায় নিহত ১

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে ইরানের গোলা হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অভ্যন্তরে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ছোঁড়া গোলার আঘাতে একজন নিহত হয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

বেলুচিস্তানের মারকান বিভাগের কমিশনার বশির বানগুলজাই ডন নিউজকে জানিয়েছেন, ইরানের ছোঁড়া মর্টার শেল পাঞ্জগুর জেলার ওয়াশুক এলাকায় একটি গাড়িতে আঘাত করে। এতে ওই গাড়ির এক ব্যক্তি নিহত হন।  

বানগুলজাই আরো বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ গোলার আঘাতে গাড়িতিও বিধ্বংস্ত হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পাকিস্তান।

ইরানের হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর এক সপ্তাহ আগে ইরানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানে পাঁচটি গোলা নিক্ষেপ করে। পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বারবার সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে।

বানগুলজাই আরো জানিয়েছেন, ইরানের সীমান্ত লঙ্ঘনের ঘটনা সম্পর্কে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে।

১২ মে তাফতানে পাকিস্তান ও ইরানের সীমান্তরক্ষী বাহিনী এক বৈঠকে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সীমান্তে সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়। ইরানের সীমান্তে সন্ত্রাসীদের হামলায় ১০ ইরানি সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয়। তবে এর আগে ওই ঘটনার জন্য পাকিস্তান সরকারকে দায়ী করে ‘পাকিস্তানকে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ’ হিসেবে উল্লেখ করে প্রয়োজনে পাকিস্তানের মধ্যে সন্ত্রাসীদের আস্তানায় হামলার হুমকি দেয় ইরান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়