ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ. কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সেই বান্ধবীর জেল

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ. কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সেই বান্ধবীর জেল

পুলিশি হেফাজতে চোই সুন-সিল

আন্তর্জাতিক ডেস্ক : যে বান্ধবীকে অবৈধভাবে সরকারি সুবিধা দেওয়া ও দুর্নীতির কারণে ক্ষমতাচ্যুত হন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হে, চোই সুন-সিল নামের সেই বান্ধবীর তিন বছর জেল হয়েছে।

পার্ক গিউন হের সঙ্গে ঘনিষ্টতার সুযোগ নিয়ে নিজের মেয়েকে সুবিধা করিয়ে দেওয়ার অভিযোগে সুন-সিলকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

চোই সুন-সিল বেশ কয়েক বছর প্রেসিডেন্ট গিউন হের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ করায় দুজনই অভিযুক্ত হন।

প্রথমে সুন-সিল ও পরে পার্ক গিউন হেকে গ্রেপ্তার করে দক্ষিণ কোরীয় পুলিশ। সুন-সিলের সাজা হলো এবং পার্ক গিউন হের কাছ থেকে ঘুষ নেওয়ার আরো একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে, গিউন হের বিচার চলছে। তাকে কারাভোগ করতে হতে পারে।

এই দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিসংশিত হন পার্ক গিউন হে। গ্রেপ্তারের পর তাকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়