ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবার রকেট ইঞ্জিন পরীক্ষা করল উ. কোরিয়া

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার রকেট ইঞ্জিন পরীক্ষা করল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার আবার একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, দেশটি আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আসিবিএম) তৈরির যে চেষ্টা চালাচ্ছে, এ রকেট ইঞ্জিন পরীক্ষা তার-ই অংশ।

রয়টার্স অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার পরীক্ষাগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছে। এ বছরে এবং সবশেষ যেসব রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তা থেকে বোঝা যায়, আইসিবিএম রকেট ইঞ্জিনের প্রাথমিক পর্যায়ে রয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তাও উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিন পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী ধরনের যন্ত্রাংশের পরীক্ষা করা হয়েছে এবং তা আইসিবিএমের জন্য উপযোগী কি না- এসব নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অবশ্য আরেক কর্মকর্তার দাবি, তার কাছে থাকা তথ্যমতে, গত ২৪ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা চালানো হয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইন অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়ে যাচ্ছে কঠোর বামঠাঁসা দেশ উত্তর কোরিয়া। সম্প্রতি জাপান সাগরে কয়েকবার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ জাপান, দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ উদ্বেগ জানালেও কারো কথায় কান দিচ্ছে না উত্তর কোরিয়া।

এদিকে, উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়