ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে জানতেন ওবামা’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে জানতেন ওবামা’

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি জানতেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপরেও এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপন নেননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগে করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ।

শুক্রবার ট্রাম্প এক টুইটারবার্তায় লিখেছেন, ‘ ৮ নভেম্বর নির্বাচনের বহু আগেই ওবামা প্রশাসন রুশ হস্তক্ষেপের বিষয়টি জানত। তাহলে তারা কেন পদক্ষেপ নেয়নি?’

শনিবার টুইটারে তিনি লিখেছেন, ‘ ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যখন পদক্ষেপ নেওয়ার কথা উঠলো তখন তারা বাধা পেয়েছেন। তারা কি হিলারিকে আঘাত দিতে চাননি সেজন্যই?’

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার পূর্বসূরির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন,‘ যদি তার কাছে তথ্য ছিল, তাহলে তিনি এ ব্যাপারে কেন পদক্ষেপ নিলেন না? তার এ ব্যাপারে কিছু করা উচিৎ ছিল।’

ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের এ মন্তব্যের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের বহু আগে থেকেই ওবামা রুশ হস্তক্ষেপের বিষয়টি জানতেন। আগস্টের শুরুতে ওবামাকে জানানো হয়েছিল যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাইবার প্রচারণায় ‘সরাসরি সংশ্লিষ্ট’ রয়েছেন। তিনি হিলারিকে পরাজিত এবং ট্রাম্পের জয়ে সহযোগিতার চেষ্টা করছেন।

রাশিয়াকে শাস্তি দেওয়ার একাধিক বিকল্প নিয়ে ওবামা আলোচনা করেছেন। কিন্তু শেষেমেষ তিনি প্রতীকি পদক্ষেপ হিসেবে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার ও দুটি রুশ সংস্থা বন্ধ করে দেন। তাও সেটা নির্বাচন শেষে ডিসেম্বরে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়