ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাতারকে সমর্থন দিলেন এরদোয়ান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাতারকে সমর্থন দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের দাবির তালিকা আমলে না নেওয়ার ব্যাপারে কাতারের ঘোষণাকে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

রোববার ইস্তাম্বুলে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত ৫ জুন সৌদি আরবসহ চারটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। গত বৃহস্পতিবার অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা শর্তের তালিকা পাঠায় চার দেশ। তালিকার কয়েকটি শর্ত হচ্ছে, কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করতে হবে। ওই  চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী ১০ দিনের মধ্যে দোহাকে এসব শর্ত মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এরদোয়ান কাতারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সৌদি আরব ও কাতারে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছিল তুরস্ক। কিন্তু কাতার গ্রহণ করলেও সৌদি আরব এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি।

তিনি বলেন, ‘তারা এ ব্যাপারে আমাদের কাছে এ পর্যন্ত কোনো জবাব না দিলেও উল্টো এখন কাতার থেকে আমাদের সেনা সরিয়ে নিতে বলছে, যা তুরস্কের জন্য অসম্মানজনক।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়