ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ে পুরো শহর ছেয়ে গেছে।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহৃত ও ফেলনা জিনিস থেকে পুনরায় ব্যবহার উপযোগী পণ্য তৈরির একটি কারখানায় বৃহস্পতিবার আগুনের সূত্রপাত হয়। এতে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো আটজনকে শ্বাসকষ্ট নিরাময়ের চিকিৎসা দেওয়া হয়েছে। বিশাল বড় এই কারখানাটিতে আগুন পুরোপুরি নেভানোর জন্য আরো দুদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। অাগুনের তীব্রতা এতোই বেশি যে, ১৫ কিলোমিটার দূরেও ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে।

মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড কমান্ডার ব্রেনডেন অ্যাংউইন জানিয়েছেন, হাজার হাজার টন প্লাস্টিক, কার্ডবোর্ড ও কাগজের কারণে আগুন আরো উস্কে উঠছে। আগুন নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।

তিনি বলেন, ‘আমরা অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৭/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়