ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, হেলিকপ্টার চক্কর

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, হেলিকপ্টার চক্কর

নিজস্ব প্রতিবেদক, সাভার :  আশুলিয়ায় র‌্যাবের ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

এ ছাড়া জঙ্গি আস্তানার উপর দিয়ে র‌্যাবের একটি বিশেষ হেলিকপ্টার চক্কর দিয়েছে।

ঘিরে রাখা জঙ্গি আস্তানা অভিমুখে রোববার বেলা ১১টার দিকে অগ্রসর হয় র‌্যাবের  কমান্ডোরা। এরপরই সেখান থেকে ব্যাপক গুলির শব্দ আসতে থাকে।

এ ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে একটি হেলিকপ্টার ঘিরে রাখা বাড়িটির আকাশ সীমায় দেখা যায়। হেলিকপ্টারটি প্রায় ৫ মিনিট ধরে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে। এ সময় ঘিরে রাখা বাড়িটির উঠান বরাবর হেলিকপ্টারটিকে স্থির হয়ে পর্যবেক্ষণ করতেও দেখা যায়।

এ বিষয়ে র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের  স্কোয়াড কমান্ডার এএসপি কামরুল ইসলাম জানান, ঘিরে রাখা বাড়িটির ভিতরের অবস্থা আমরা জানতে পারছি না। এ জন্যই উপর থেকে দেখার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখানে জঙ্গি ও র‌্যাবের মধ্যে দুই দফায় গোলাগুলি হয়েছে। বাড়ির মালিক হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।




রাইজিংবিডি/সাভার/১৬ জুলাই ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়