ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ায় ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুর ১২টার পর তারা আত্মসমর্পণ করে। এদের মধ্যে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবককে র‌্যাবের গাড়ি তুলতে দেখা গেছে। বাকি তিনজনকে আস্তানার কাছেই র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।  তাদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর হাকিম চার জঙ্গির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হয় র‌্যাবের কমান্ডোরা। এরপরই সেখান থেকে ব্যাপক গুলির শব্দ আসতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে আস্তানার ওপরে আকাশে একটি হেলিকপ্টার দেখা যায়। হেলিকপ্টারটি প্রায় ৫ মিনিট ধরে আশপাশ এলাকা পর্যবেক্ষণ করে। বাড়িটির উঠান বরাবর হেলিকপ্টারটিকে স্থির হয়ে পর্যবেক্ষণ করতেও দেখা যায়।

শনিবার দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখানে জঙ্গি ও র‌্যাবের মধ্যে দুই দফায় গোলাগুলি হয়েছে। বাড়ির মালিক হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/সাভার/১৬ জুলাই ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/উজ্জল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়