ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসারের পদত্যাগ

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : যোগাযোগবিষয়ক একজন নতুন পরিচালক নিয়োগের কারণে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছেন।

শন স্পাইসার হোয়াইট হাউজের মুখপাত্র ও যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু নতুন পরিচালক নিয়োগ দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অসন্তুষ্ট হয়ে তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানিয়েছে।

ওয়াল স্ট্রিটের অর্থযোগানদাতা অ্যান্থনি স্কারামুচিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পাইসার।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারামুচির নিয়োগের বিষয় উল্লেখ করে স্পাইসার জানান, হোয়াইট হাউজে গণমাধ্যম বিভাগে ‘এক রান্নাঘরে অনেক রাঁধুনি থাকার মতো’ সমস্যার কারণে তিনি পদত্যাগ করলেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্কারামুচির নিয়োগের বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন স্পাইসার। একই সঙ্গে এটাকে অনেক বড় একটি ভুল বলে মনে করেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/এসএন     

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়