ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রাকায় আইএসের ঘাঁটির দিকে আসাদবাহিনী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাকায় আইএসের ঘাঁটির দিকে আসাদবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাকায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি দক্ষিণ-পূর্বাঞ্চল পুর্নদখল করেছে সরকারি ও মিত্র বাহিনী। দামেস্ক সমর্থিত সামরিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিমান ও স্থল হামলা চালানোর পর শনিবার রাতে রাকা ও দেইর আল জোরের প্রাদেশিক সীমানার মধ্যখানে অগ্রসর হয় সিরিয়ার সরকারি বাহিনী। সেনাবাহিনী সাবকাহ এলাকার একটি তেলখনি দখল করেছে।

ওই এলাকায় দামেস্কের বাহিনীর অগ্রসর হওয়া গত কয়েক বছরের মধ্যে রীতিমতো বিরল ঘটনা। কারণ ওই এলাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট ও কুর্দি বাহিনী আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই দুটি বাহিনীই প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই করছে। এই এলাকাটি পুর্নদখলের ফলে আইএসের আরেকটি শক্ত ঘাঁটি দেইর আল জোর প্রদেশের কাছাকাছি আসতে সক্ষম হলো সিরিয়া বাহিনী।

সম্প্রতি সিরিয়া বাহিনী রাকার পশ্চিমে নতুন করে আক্রমণ শুরু করেছে। সেখানে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকারি বাহিনী।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়