ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বয় স্কাউটদের জাম্বুরিতে ট্রাম্পের ভাষণের সমালোচনা অভিভাবকদের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয় স্কাউটদের জাম্বুরিতে ট্রাম্পের ভাষণের সমালোচনা অভিভাবকদের

আন্তর্জাতিক ডেস্ক : বয় স্কাউটদের জাম্বুরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন অভিভাবকরা। সোমবার ওয়েস্ট ভার্জিনিয়াতে অনুষ্ঠিত জাম্বুরিতে ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট  বারাক ওবামা , প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং গণমাধ্যমের সমালোচনা করে বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্রে প্রতি চার বছরে একবার বয় স্কাউটদের জাম্বুরি অনুষ্ঠিত হয়। সোমবার জাম্বুরিতে ১২ থেকে ১৮ বছরের প্রায় ৩৫ হাজার স্কাউট যোগ দেয়।

ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই মার্কিন গণমাধ্যম মিথ্যাচার করে ইঙ্গিত দিয়ে বলেন,‘ বালকরা, আজ এখানে তোমাদের সংখ্যা অনেক বেশি। গণমাধ্যম হয়তো বলবে মাত্র ২০০ লোক। তবে এখানে জমায়েতে ৪৫ হাজারের মতো দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘ আজ রাতে আমরা ওয়াশিংটন ডিসির সব ধরণের নীতি নির্ধারনী লড়াইকে দূরে সরি রাখব, যা তোমরা ভূয়া খবরের মাধ্যমে জেনে এসেছ। আজকে আমি যখন বয় স্কাউটদের সামনে আছি তখন কে এখানে রাজনীতি নিয়ে কথা বলবে?

তবে বক্তব্যের প্রায় ৩৫ মিনিটের অধিকাংশ সময় ট্রাম্প নিজেই রাজনীতি নিয়ে কথা বলেছেন।

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা কখনো জাম্বুরিতে আসেনি সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ একটি প্রশ্ন, ওবামা কি জাম্বুরিতে এসেছিল?’

প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজ্যে তিনি কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ‘ আমার প্রতিদ্বন্দ্বী সে কাজটি করেনি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কাউটচ জাম্বুরিতে দেওয়া ট্রাম্পের ভাষণের ব্যাপক সমালোচনা করেছেন অভিভাবকরা।

ডেবিস এস মিলিগান নামে এক অভিভাবক বয় স্কাউটস অব আমেরিকার টুইটার পেজে লিখেছেন, ‘এটাই কি আপনারা বয় স্কাউটদের শিক্ষা দিচ্ছেন? একজন প্রাক্তন প্রেসিডেন্টকে অশ্রদ্ধা করতে?’



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়