ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইরানের জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজের সতর্ক গুলি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজের সতর্ক গুলি

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে ইরানের একটি নৌযান লক্ষ্য করে সতর্ক গুলি ছুঁড়েছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মঙ্গলবার ইরানের জাহাজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থান্ডারবোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসলে এ সতর্ক গুলি ছোঁড়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউএসএস থান্ডারবোল্ট রেডিওতে ইরানি জাহাজটিকে সতর্ক করেছিল। এছাড়া সাইরেন বাজিয়েও সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি জাহাজটি এটি উপেক্ষা করে ইউএসএস থান্ডারবোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসে।

ইরানের ওই জাহাজটি ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের বলেও জানান ওই কর্মকর্তা।

পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানপোড়েন দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের নৌযান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হয়রানি করে তাহলে তাদেরকে গুলি করে জলসীমা থেকে বের করে দেয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়