ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ‘হৃৎপিন্ডে’ আঘাত হানার হুমকি উত্তর কোরিয়ার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ‘হৃৎপিন্ডে’ আঘাত হানার হুমকি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে উৎখাতের ষড়যন্ত্র করা হলে যুক্তরাষ্ট্রের ‘হৃৎপিন্ডে’ আঘাত হানার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র  মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

ওই মুখপাত্র বলেছেন, আইনে বলা আছে, যদি দেশের সর্বোচ্চ সম্মানের প্রতি হুমকি দেওয়া হয়, তাহলে এটি অবশ্যই পারমাণবিকসহ সব ধরণের হামলা চালিয়ে প্ররোচনাকারী ওই সব দেশকে ধ্বংস করবে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এতে জড়িত।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের সর্বোচ্চ নেতাকে অপসারণ করার চুল পরিমাণ চেষ্টাও দেখায় তাহলে আমরা শক্তিশালী পারমাণবিক হাতুড়ি দিয়ে নির্মমভাবে এর হৃৎপিন্ডের ওপর আঘাত হানব।’

প্রসঙ্গত, গত সপ্তাহে সিআইয়ের পরিচালক মাইক পম্পেও বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের উচিৎ কিম জং উনকে উত্তর কোরিয়ার শাসন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ হুমকি দিলো উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।


 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়