ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অক্সফোর্ড বেকুবদের বিশ্ববিদ্যালয়’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অক্সফোর্ড বেকুবদের বিশ্ববিদ্যালয়’

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ‘বেকুবদের শিক্ষালয়’ বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ফিলিপাইনের প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই মন্তব্য করলেন দুতের্তে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রতিবেদনটির শিরোণাম ‘সেনা, ট্রল ও সমস্যার নির্মাতারা : সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশলে সংগঠিত একটি বৈশ্বিক পণ্য’ । এতে দাবি করা হয়েছে, দুতের্তে টুইটারে বিরোধীদের সমালোচনা বন্ধে নিজের পক্ষে ট্রল নির্মাণে লাখ লাখ পাউন্ড খরচ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামান্থা ব্রডশ ও অধ্যাপক ফিলিপ এন হাউর্ড তাদের প্রতিবেদনে দেখিয়েছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় টুইটারে নিজের সমর্থনে বার্তা জোগাতে দুতের্তে স্বয়ংক্রিয় বট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে দুতের্তে অবশ্য স্বীকার করেছেন তিনি নির্বাচনী প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ১ লাখ ৫৩ হাজার পাউন্ড খরচ করেছেন। তবে এ ধরণের প্রচারণা আর অব্যাহত নেই বলেও জানান তিনি।

দুতের্তে বলেন, ‘ অন্যের সমালোচনা থেকে আমার রক্ষার প্রয়োজন নেই। আমি আর দ্বিতীয়বার নির্বাচনের যোগ্য নই।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়? এটাতো বেকুবদের বিশ্ববিদ্যালয়।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়