ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফগানিস্তানে এক মার্কিন সেনা নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে এক মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এক মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২০ মার্কিন ও আফগান সেনা।

মার্কিন সেনারা বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার নানগারহারে আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। আচিন জেলার এ অভিযানে কয়েকজন আফগান সেনা ও মার্কিন ন্যাশনাল গার্ডের সাত সেনা আহত হয়েছে এবং তারা সবাই চিকিৎসা নিচ্ছে।

দু্ই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নানগারহারের একটি ভবনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।

হতাহত মার্কিন সেনাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

চলতি বছর আফগানিস্তানে এ নিয়ে ১০ মার্কিন সেনা নিহত হলো। ২০০১ সালে আল-কায়দার বিরুদ্ধে অভিযান শুরুর পর এ পর্যন্ত ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়