ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জেলা জজের বাংলোয় চিড়িয়াখানার অজগর

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা জজের বাংলোয় চিড়িয়াখানার অজগর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলা জজের বাংলো থেকে ১৯ ফুট লম্বা একটি অজগর ধরা হয়েছে।

সোমবার রাতে বাংলোর পাশের একটি আখ খেত থেকে অজগরটি ধরা হয়। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাপটি নিয়ে যায়।

জেলা জজের বাংলোতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অজগরটি দেখতে পাওয়া যায়। পরে সাপটি দ্রুত বাংলোর পাশে আখ খেতে ঢুকে পড়ে। এ সময় চিড়িয়াখানার লোকজনকে খবর দিলে তারা এসে সাপটি ধরে নিয়ে যায়।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ও ভ্যাটেনরি সার্জন ডা. ফরহাদ হোসেন জানান, ২০১৫ সালের ২৪ এপ্রিল সাপটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাপটি ১০ থেকে ১২ ফুট লম্বা ছিল। ওজন ছিল ৭ থেকে ৮ কেজি। এখন সাপটি লম্বায় ১৮ থেকে ১৯ ফুট হয়েছে। সাপটি রাতেই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে।





রাইজিংবিডি/রাজশাহী/৫ সেপ্টেম্বর ২০১৭/তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়