ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ মাঠে নামছে রিয়াল ও বার্সা

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়াচ্ছে ইউরোপের ক্লাব ফুটবল। শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের খেলা মাঠে গড়িয়েছে। আজ শনিবার থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি’আ লিগ ও জার্মান বুন্দেসলিগার ম্যাচ মাঠে গড়াবে।

স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় রিয়াল মাদ্রিদ খেলবে লেভান্তের বিপক্ষে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন ২। লেভান্তের বিপক্ষের এই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না গোলরক্ষক কেইলর নাভাস ও লুকা মদ্রিচ। তাদের দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে রাতে মাঠে নামবে বার্সেলোনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ এস্পানিওল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। ন্যু ক্যাম্প থেকে যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এই ম্যাচে মাঠে নামবেন বার্সার কেনা নতুন তারকা ওসমানী দেম্বেলে। সে কারণে ভিন্ন আবহ পাচ্ছে ম্যাচটি।

এর আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ২টি করে ম্যাচ খেলেছে। দুটিতেই জিতেছে তারা। পয়েন্ট ও গোল ব্যবধানও সমান দুটি দলের। আজ সেখানে ভিন্নতা আসে কিনা দেখার বিষয়।




রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়